- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
জুলাই যোদ্ধা আল-আমিন রাফি সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন –
কোথাও কোনো আলোচনায় সাজিদের নাম নেই,!
গতবছর আজকের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদকে এপিসি থেকে মাথায় এইম করে গু*লি করে মে*রে ফেলা হয়। ক্যাম্পাস বন্ধের পর প্রতিনিয়ত ও মিরপুর ১০-এর আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা ছিল।
গত একমাসে জুলাইয়ের আলোচনার কোনো পরিসরে একবারও সাজিদকে স্মরণ করা হয়েছে বলে চোখে পড়েনি! তাই নিজেদের দায়ের জায়গা থেকে আজ ওর বীরত্বকে স্মরণ করলাম!
আল্লাহ শহীদ ইকরামুল হক সাজিদকে জান্নাতবাসী করুক। আমিন…