সম্প্রতি আসিফ নজরুল তার এক বক্তব্যে বলেন- বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম সিলেটে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ।
তখন ছাত্রলীগের সভাপতি শোভন গিয়েছিল সিলেটে সাংগঠনিক সফরে। তখন দেখলাম সারা শহরে শোভনের ছবিতে সয়লাব হয়ে গিয়েছিল সিলেট।
আমি ভাবছিলাম সাইফুর রহমান এত বড় একজন অর্থনীতিবিদ সফল একজন অর্থমন্ত্রী কিন্তু তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে অতটা প্রচারণা নেই। তবে শোভনের আগমন উপলক্ষে বিরাট প্রচারণা।
পরবর্তীতে আমি যখন ফিরছিলাম প্লেনে উঠে দেখি শোভনও উঠেছে তখন প্লেনে ছাত্রলীগের ছেলেরা তাকে প্রটোকল দেওয়ার জন্য রানওয়েতে চলে এসেছিল শোভনকে বিদায় দিতে।
শোভন আমাকে দেখে লজ্জা পেল এবং ছাত্রলীগের ছেলেদের বলল ‘এই যা তোরা পরের প্লেনে আয়’ মনে হচ্ছিল পরের বাসে আয় এরকম একটা বিষয় ।
বানারীপাড়া প্রতিনিধি
''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...