- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার মধ্যে আসন্ন বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান।
তবে ইউরোপের ছয়টি দেশের নেতা ও ইউরোপীয় কমিশন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনের অংশ নেওয়া ছাড়া যে কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া রাশিয়ার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের
শনিবার রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের যৌথ এক বিবৃতিতে এসব কথা জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা অটল প্রতিশ্রুতিবদ্ধ।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছেন, যুদ্ধের সমাপ্তি অবশ্যই ন্যায্য হতে হবে। যাতে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত হয়।