লিভারপুলের নতুন ক্লাব রেকর্ড সাইনিং ফ্লোরিয়ান ভার্টজকে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে। ২২ বছর বয়সী এই মেধাবী মিডফিল্ডার জার্মান স্পোর্টস সাংবাদিকদের ভোটে ১৯১ ভোট পেয়ে, দ্বিতীয় স্থান অধিকার করা মাইকেল অলিসেকে অনেক পিছনে ফেলে অনন্য স্বীকৃতি অর্জন করেছেন।
ভার্টজ জুনে বায়ার লেভারকুসেন থেকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যে লিভারপুলে যোগ দিয়েছেন। লিভারপুল এই গ্রীষ্মে তার সঙ্গে ফরাসি ফরোয়ার্ড হুগো একিটিকে এবং হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস করকেজকেও দলে নিয়েছে।
ফ্লোরিয়ান ভার্টজকে সাবেক লেভারকুসেন কোচ এবং রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলনসো ‘বিশ্বমানের খেলোয়াড়’ হিসেবে অভিহিত করেছেন। ভার্টজ নিজেও লিভারপুলের ওয়েবসাইটে জানিয়েছেন,‘‘আমি চাই প্রতি বছর সব কিছু জিততে। আমার লক্ষ্য পুনরায় প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়নস লিগে আরো অনেক দূর এগোনো।’
লেভারকুসেনে কাটানো সময়ে ভার্টজ ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৬৫ অ্যাসিস্ট করেছেন এবং বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বানারীপাড়া প্রতিনিধি
''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...