32.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

‘১৯৮৪ গ্রন্থে’ আছে কীভাবে স্বাধীনতা, সত্য প্রতিষ্ঠার নামে একটা রাষ্ট্র ফ্যাসিবাদ ঘটায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জর্জ অরওয়েলের “1984” এমন এক সমাজের গল্প বলে—যেখানে মানুষ সব সময় নজরদারির মধ্যে থাকে, যেখানে চিন্তাও অপরাধ! এই বই শুধু একটা ডিস্টোপিয়ান উপন্যাস নয়, বরং একটি সতর্কবার্তা। স্বাধীনতা, সত্য আর ভালোবাসার নাম করে কীভাবে একটা রাষ্ট্র নাগরিকদের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে—এই গল্পে তারই ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে।
যারা সমাজ, রাজনীতি আর মানুষের মৌলিক অধিকারের জটিল প্রশ্ন নিয়ে ভাবতে ভালোবাসেন—তাদের জন্য এই বই একেবারে অপরিহার্য।
 পড়ুন 1984, আর প্রশ্ন করুন—আমার চারপাশটা কি আদৌ মুক্ত?
অ্যানিমেল ফার্ম:
টাইম ম্যাগাজিন বইটিকে ১৯২৩-২০০৫ সালের মধ্যে ইংরেজি ভাষার সেরা ১০০টি উপন্যাসের মধ্যে জায়গা দিয়েছিল। ২০০৩ সালে বিবিসি কর্তৃক যুক্তরাজ্যের পাঠকদের সবচেয়ে প্রিয় বইয়ের জরিপে এই উপন্যাসটি ৪৬ নাম্বারে ছিল। ১৯৯৬ সালে হুগো অ্যাওয়ার্ড দেওয়া হয় একে। শাসক আর শোষিতের সম্পর্ক অনুধাবনের জন্য অত্যন্ত সুখপাঠ্য সরল ভাষার একটি বই ‘অ্যানিমেল ফার্ম’।
দ্য আর্ট অব ওয়ার:
দ্য আর্ট অব ওয়ার বইটি ২ হাজার বছরেরও বেশি আগে লেখা। প্রাচীন চীনা জেনারেল সান-জু বইটি আনুমানিক খৃষ্টপূর্ব ৫০০ সালের দিকে রচনা করেন। হাজার বছরের পুরনো হলেও দি আর্ট অব ওয়ার আজও মিলিটারি ও বিজনেস লিডারদের জন্য একটি অপরিহার্য গাইড। বইটি মূলত লেখা হয়েছিল যুদ্ধে শত্রুকে পরাজিত করার কৌশল বিষয়ে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...