34.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

সোলায়মান সেলিমের ৩ দিন রিমান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রাজধানীর লালবাগে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।

এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে মামলার তদ্ন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও সংবাদে ঘটনাস্থলে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
যদিও আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, এই মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

 

এ ছাড়া এদিন বিভিন্ন থানার মামলায় সোলায়মান সেলিম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ছয়জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...