- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
প্রায় দুই দশক পর গত মে মাসে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবার এক ধাপ উন্নতি করলেও এবার আবারও খেলা ছাড়া র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে টাইগাররা।
অবস্থান পরিবর্তনের মূল কারণ হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারানো। ওই ম্যাচে র্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারানোর ফলে তাদের এক ধাপ উন্নতি ঘটে।
তারা উঠে এসেছে ৯-এ। অন্যদিকে পাকিস্তানকে টপকে চারে উঠে গেছে শ্রীলঙ্কা। পাকিস্তান নেমে গেছে পাঁচে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিলো ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ।