- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছে অধিকাংশ ছাত্র সংগঠন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর এই সভায় দুটি সংগঠন হলে ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেয়।
এদিকে ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বয়কট করেছে তিনটি বাম সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা হয়। সূত্র জানায়, সভায় ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), ছাত্র ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ ২২টি সংগঠন অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।