32.6 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

আবাহনীর ইউক্রেন চ্যালেঞ্জ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলাঃ

কিরগিজস্তান ফুটবলে ক্লাবটির আগমন ২০২৩ সালে। মাত্র দুই বছরে নিজেদের শক্তির জানান দিয়েছে মুরাস ইউনাইটেড। দলে আছে ইউক্রেনের সাত ফুটবলার। ইউরোপের ধাঁচে খেলে ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে এই মুরাস ইউনাইটেডের সামনে আজ ঢাকা আবাহনী লিমিটেড। এ কে এম মারুফুল হকের দলের জন্য অপেক্ষা করছে ইউক্রেন চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ জিততে আশাবাদী আকাশি-নীল জার্সিধারীরা। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

মুরাস ইউনাইটেডের বড় শক্তি ইউক্রেনের ফুটবলাররা। বিশেষ করে, তাদের ব্যাকলাইন বেশ শক্তিশালী। সাত ফুটবলারের মধ্যে গোলরক্ষক অরেস্ট কস্টিকের সঙ্গে রক্ষণে আছেন ইউক্রেনের চারজন। অর্থাৎ নিচের দিকের পজিশনে বেশ শক্তিশালী মুরাস।

প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে কোচ মারুফুল হকের কণ্ঠে বারবার উঠে এসেছে ক্লাবটির ইউক্রেনে ফুটবলারদের কথা, ‘মুরাস নতুন দল হলেও তারা যেভাবে দেশের ফুটবলে এসেছে, সেটা অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো। ইউরোপের বড় ক্লাবগুলোর মতো রিসোর্স তাদের আছে। নতুন-পুরোনো বলে কিছু নেই। তারা তাদের দেশকে প্রতিনিধিত্ব করছে। তাদের শক্তি-দুর্বলতা আমাদের জানা আছে। তাদের খেলায় ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে। বিশেষ করে, তাদের ইউক্রেনের কিছু ভয়ংকর ফুটবলার আছেন। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে। টেকনিক্যালি, ট্যাকটিক্যালি আমাদের খেলোয়াড়রা ওদের চেয়ে সবসময় পিছিয়ে থাকে। তবে আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি সৃষ্টি করার চেয়ে ধ্বংস করা সহজ।’

এএফসির এই মঞ্চে খেলার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু আধুনিক ফুটবলে মোহামেডানের অবস্থা সাদা-কালোই। এএফসি লাইসেন্স না থাকায় মোহামেডানের পরিবর্তে সুযোগটা চলে আসে আবাহনীর সামনে। এই জাতীয় স্টেডিয়ামে ২০১৯ সালে আবাহনী এএফসি কাপের জোনাল চ্যাম্পিয়ন হয়েছিল। এই আঙিনায় পুনরায় ফেরাটা রাঙাতে চায় বাংলাদেশের সাবেক চ্যাম্পিয়নরা। গত মৌসুমে লিগ রানার্সআপ হওয়া ক্লাবটি এবার শক্তি আরও বাড়িয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে এনেছে সুলেমান দিয়াবাতকে। বসুন্ধরা কিংস থেকে শেখ মোরসালিন এবং বাংলাদেশ পুলিশ এফসির আল-আমিনকে নিয়ে গড়া দলটি অনেক ব্যালেন্সড। অনুশীলনের পরিকল্পনায় চার সপ্তাহ থাকলেও কোনো কারণে মাত্র ২৬ দিন দল নিয়ে অনুশীলন করেছেন কোচ। রোববার দলের সঙ্গে যোগ দেন দিয়াবাতে। দেশি-বিদেশির সমন্বয়ে এই দলটি অনেক পরিপক্ব এবং পরিণত। তাই তো মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে উঠতে চান আবাহনী কোচ।

- Advertisement -spot_img
সর্বশেষ

শান্তির আড়ালে ট্রাম্পকে ধোঁকা দিয়ে পূর্ব ইউক্রেনে দখল বাড়াতে চাইবেন পুতিন !

আন্তর্জাতিক ডেস্ক : আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে ইউক্রেনে উদ্বেগ বাড়ছে।...