34 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর, দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ দেখানোসহ ৮ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় দিয়াবাড়িতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলো হলো— সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে নিহত প্রতিটি বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা দিতে হবে।
এ ছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে, রানওয়ে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে), কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।
এদিকে নিহতদের স্বজনদের মানববন্ধন চলাকালে পাশ দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। তখন তাদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় অভিভাবক ও স্বজনরা বলেন, স্কুল আমাদের বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানোর লোভ দেখাচ্ছে। আমরা এই স্কুল বন্ধ চাই।
আজ অনেক দিন হলো, এ ঘটনার কী তদন্ত হলো, কী বিচার হলো আমরা জানতে পারিনি। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এই ধরনের কাজ যেন আর না হয় এমন নীতিমালা চাই।

তারা আরো বলেন, এই স্কুলে কোচিং বাণিজ্য হতো, এটা সবাই জানে।

এই কোচিং করার কারণে বাচ্চাগুলো মারা গেল। ফুলগুলো সব পুড়ল কেন জবাব চাই, বিচার চাই।
- Advertisement -spot_img
সর্বশেষ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা-পাবনা মহাসড়কে

খবরের দেশ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে এক সেমিনার ঢাকা-পাবনা মহাসড়কের ওপরে অনুষ্ঠিত...