- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে মঙ্গলবার (১২ আগস্ট) কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে মাঠে নামবে কিংস। সব কিছু ঠিক থাকলে এ ম্যাচেই প্রথমবার কিংসের জার্সিতে দেখা যাবে ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারকে।
গত মাসের শেষ দিকে সবার অগোচরে বড় এক চমক দেয় কিংস।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলের ফুটবলার কিউবাকে দলে টেনে নেয় তারা। ১০ আগস্ট সকালে দোহায় গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি, আর সেদিন রাতেই নেমে পড়েন অনুশীলনে।
২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কিউবাকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় কিংস। চ্যালেঞ্জ লিগের এই ধাপ শেষে তিনি বাংলাদেশে ফিরে লিগে কিংসের হয়ে খেলবেন।