Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে চর্চা। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তামিল সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, দু’জনকেই বিভিন্ন পার্টি এবং স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা যাচ্ছিল।
কয়েকদিন আগে দু’জনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শোনা গিয়েছিল তাদের বন্ধুত্ব নাকি এখন প্রেমে পরিণত হয়েছে। তবে তারা আপাতত তাদের সম্পর্ককে লাইমলাইট থেকে দূরে রাখতে চান। এসব গুঞ্জন নাকি এর পেছনে কোনও সত্যতা রয়েছে? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধানুশের সঙ্গে সম্পর্কের চর্চা প্রসঙ্গে কথা বলেন ম্রুণাল। অভিনেত্রী বলেন, ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’

ম্রুণাল ঠাকুর জানান, এ খবরগুলোর কোনও সত্যতা নেই। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ধানুশ তার অতিথি হিসেবে সেখানে আসেননি। অজয় দেবগনের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন ধানুশ। এতে তার কোনও ভূমিকা ছিল না।
‘তেরে ইশক মে’ সিনেমার পার্টিতে ধানুশের সঙ্গে ম্রুণালকে দেখা যাওয়ার পরেই এই সম্পর্কের গুঞ্জনটি প্রথম চর্চায় আসে। এরপর ‘সন অফ সর্দার ২’-এর স্ক্রিনিংয়ে তাদের একটি ছোট ভিডিও ভাইরাল হয়।
ধানুশ তার আসন্ন ছবিগুলোর কাজ ইতিমধ্যেই শুরু করছেন। ‘তেরে ইশক মো’ সিনেমায় কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরর সিনেমা ‘সন অফ সর্দার ২’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।

প্রসঙ্গত, ১৮ বছর ধরে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন ধানুশ। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।