27.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে রেকর্ড আয় করেছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে রেকর্ড আয় করেছে জয়া আহসান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ছবিটি মুক্তির মাত্র তিন দিনের মধ্যে প্রায় অর্ধশত সিনেমা হলে প্রদর্শিত হয়। মুক্তির প্রথম দিনেই এর আয় দাঁড়ায় ১১ হাজার ১০০ ডলার- যা এত অল্প সময়ে কোনও কলকাতার ছবির পক্ষে নজিরবিহীন।
জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাঁর মুভিগুলো সবসময়ই পারিবারিক ও মনস্তাত্ত্বিক হয়ে থাকে। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন-এ কথা সব ছবির ক্ষেত্রে বলা যায় না, কিন্তু এই ছবির বিশেষত্বই হলো, এটা পরিবার নিয়ে দেখার মতো একটি মুভি।’
ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকের মন জয় করে। ‘ডিয়ার মা’ দেখার পর এক জনও মুগ্ধতা ছাড়া কথা বলেননি-এটাই অনিরুদ্ধ রায়ের ছবির বড় বৈশিষ্ট্য। আমি মনে করি, বাংলা ভাষার যে কোনও চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।’
প্রথম সপ্তাহে অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আগামী সপ্তাহে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন রাজ হামিদ।
উল্লেখ্য, অন্তহীন, অনুরণন ও পিংক–খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী প্রায় ১০ বছর পর কোনও বাংলা ছবি নির্মাণ করলেন। ডিয়ার মা–তে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিতা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

খবরের দেশ ডেস্ক : মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম কম্পানি আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান...