- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খেলাধুলা :
সুইডিস স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার আইজ্যাক ধরেই নিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডে তার ক্যারিয়ার শেষ। দলবদলের দরজা বন্ধ হওয়ার মধ্যে তিনি ক্লাব ছাড়তে পারলে ভালো। তা যদি সম্ভব নাও হয় নিউক্যাসলের জার্সি তিনি আর পরবেন না।
আইজ্যাক নিউক্যাসলের জার্সিতে প্রাক মৌসুমের কোন প্রীতি ম্যাচও খেলেননি। তিনি ক্লাবটির দলেরও বাইরে আছেন। ওদিকে তাকে দলে নিতে মুখিয়ে আছে লিভারপুল। ক্লাবটি ১২০ মিলিয়ন ইউরোর রেকর্ড দামের প্রস্তাবও দিয়েছে। কিন্তু ওই দামে নিউক্যাসল তাকে বিক্রি করতে আগ্রহী নয়।
নিউক্যাসলের সঙ্গে আইজ্যাকের দ্বন্দ্বের শুরু গত মৌসুম চলাকালেই। তার সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ম্যাগপাইদের। আইজ্যাক সৌদি মালিকানায় যাওয়া ক্লাবটিতে থাকতে চেয়েছিলেন। দলটির মূল তারকা হয়ে ওঠা স্ট্রাইকার ক্লাবকে চুক্তি নবায়ন করে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন।