আক্রমণাত্মক ব্যাটারদের তালিকা করলে নিশ্চিতভাবেই শুরুর দিকেই থাকবেন এবি ডি ভিলিয়ার্স। মাঠের এমন কোনো দিক নেই যেদিকে বলকে আছড়ে ফেলতে পারেন না তিনি। এ জন্যই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারকে ‘৩৬০ ডিগ্রি’ বলা হয়।
ডি ভিলিয়ার্সের মতোই ব্যাটিংটা করেন দেওয়াল্ড ব্রেভিসও।
যাকে ‘বেবি এবি’ নামে চেনে বিশ্ব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি তিনি। অবশেষ আজ গুরুকে স্মরণ করালেন তিনি। একটা সময় ডি ভিলিয়ার্সের কাছে হাতে-কলমে শিক্ষা নেওয়া ২২ বছর বয়সী ব্যাটার আজ রেকর্ড গড়েছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ব্রেভিস। ডারউইনে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৫৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ৮ ছক্কায়। রেকর্ড সেঞ্চুরিটা আবার তার ক্যারিয়ারের প্রথম।