27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

‘যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ % থেকে কমিয়ে ১৫ % এ নামিয়ে আনার চেষ্টা করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা এখনো চলমান আছে। চূড়ান্ত চুক্তির আগে এটি হতে পারে।’
মঙ্গলবার (১২ আগস্ট) চলতি ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের প্রয়াস জারি আছে এবং থাকবে। আমরা ট্যারিফ এবং নন-ট্যারিফ বিষয়গুলোকে অ্যাড্রেস করার বিষয়ে আলোচনা করছি।
উপদেষ্টা আরও বলেন, ‘আশা করছি এই শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের ওপরেই বিষয়টি নির্ভর করে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আনুষ্ঠানিক চুক্তি কবে হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তির এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।’
সম্মেলনে  বাণিজ্য উপদেষ্টা মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘এই মুহূর্তে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা হচ্ছে। মনে রাখতে হবে যে কোনো কোনো দেশের সাথে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি অনুকূল না-ও হতে পারে। আমাদের যে শুল্কমুক্ত মার্কেট অ্যাকসেস রয়েছে, আমরা সেটি পুরোপুরি ব্যবহার করতে চাই—বিশেষত যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে।’
উল্লেখ্য, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।
- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...