29.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

২২ বছর বয়সী ‘ফেরমিন লোপেজের প্রতিভা’ নজরে পড়েছে জনপ্রিয় ক্লাব ম্যানইউর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
বার্সেলোনা বনাম কোমোর ম্যাচে মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর আবারও আলোচনায় ২২ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ। তার প্রতিভা নজরে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের রিপোর্ট অনুযায়ী, ম্যানইউ বার্সেলোনাকে প্রায় ৮০ মিলিয়ন ইউরো মূল্যের প্রস্তাব পাঠিয়েছে লোপেজের জন্য, যা ক্লাবটির পক্ষে উপেক্ষা করা কঠিন।
ম্যানইউরকোচ রুবেন আমোরিমের নেতৃত্বে ক্লাবটি পুনর্গঠনের পথে, যেখানে তরুণ ও গুণসম্পন্ন খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লোপেজ তাদের শৈল্পিক স্টাইলের সঙ্গে মানানসই এবং দলের ভবিষ্যত পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে।

তবে ফেরমিন লোপেজ এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি বার্সেলোনায় থেকে খেলতে চান, যা তার স্বপ্নও বলে উল্লেখ করেছেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এখানে (বার্সেলোনা) থাকতে চাই, এটি আমার স্বপ্ন।

আমি দলকে সাহায্য করতে খুশি এবং আমার কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে। ফ্যানদের চিন্তা করার কিছু নেই।’

 

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া কাছে আসায় লোপেজকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তবে এ মুহূর্তে বার্সেলোনা হয়তো তাকে ছাড়ার পথে যাবে না বলে মনে করা হচ্ছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...