- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে মানবিক মিশনের অংশ হিসেবে ওই সফরের আহ্বান জানিয়ে ম্যাডোনা বলেছেন, ‘আর সময় নেই।’
সিএনএন জানিয়েছে, গত সোমবার পোপ লিওকে উদ্দেশ্য করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দেন ম্যাডোনা। লিখেছেন, ‘দয়া করে গাজায় যান। দেরি হওয়ার আগেই শিশুদের পাশে দাঁড়ান। একজন মা হিসেবে, আমার পক্ষে শিশুদের কষ্ট সহ্য করা অসম্ভব।’
ম্যাডোনা লিখেছেন, ‘আমাদের মধ্যে কেবল আপনিই এমন একজন, যাকে প্রবেশে (গাজায়) বাধা দেওয়া যাবে না।’ পোস্টে পোপকে গাজা সফরের আহ্বান জানানোর কারণও উল্লেখ করেছেন এই সংগীত শিল্পী। লিখেছেন, ‘রাজনীতি কোনো পরিবর্তন আনতে পারে না। কিন্তু সচেতনতা সেটি পারে।’