26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে মানবিক মিশনের অংশ হিসেবে ওই সফরের আহ্বান জানিয়ে ম্যাডোনা বলেছেন, ‘আর সময় নেই।’
সিএনএন জানিয়েছে, গত সোমবার পোপ লিওকে উদ্দেশ্য করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দেন ম্যাডোনা। লিখেছেন, ‘দয়া করে গাজায় যান। দেরি হওয়ার আগেই শিশুদের পাশে দাঁড়ান। একজন মা হিসেবে, আমার পক্ষে শিশুদের কষ্ট সহ্য করা অসম্ভব।’
ম্যাডোনা লিখেছেন, ‘আমাদের মধ্যে কেবল আপনিই এমন একজন, যাকে প্রবেশে (গাজায়) বাধা দেওয়া যাবে না।’ পোস্টে পোপকে গাজা সফরের আহ্বান জানানোর কারণও উল্লেখ করেছেন এই সংগীত শিল্পী। লিখেছেন, ‘রাজনীতি কোনো পরিবর্তন আনতে পারে না। কিন্তু সচেতনতা সেটি পারে।’
সিএনএন জানিয়েছে, তারা পোপের পরিকল্পনা জানতে ভ্যাটিকানের সঙ্গে যোগাযোগ করেছে। গত মে মাসে পোপের দায়িত্ব গ্রহণ করেন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পোপ চতুর্দশ লিও নামে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় সোচ্চার ছিলেন। গত জুলাইয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পোপ বলেন, তিনি গভীর উদ্বেগের সঙ্গে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৮ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বাবা যে আর কখনও ফিরে আসবে না, সেটা বুঝে গেছে আলিফ

খবরের দেশ ডেস্ক : নূর আলিফের বয়স পাঁচ বছর। তার বাবা যে আর কখনও ফিরে আসবে না, সেটা ভালোভাবেই বুঝতে...