Your Ads Here 100x100 |
---|
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। হামলায় জড়িতদের চিহ্নিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।
শুক্রবার রাত তিনটার দিকে আহতদের দেখতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জানান, খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ওপর হামলা চালান। এতে কয়েকজন শিক্ষার্থীকে বাড়ির ছাদে নিয়ে মারধর করা হয় এবং পরে আরও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের দাবি, তাঁরা লুটপাট ঠেকাতে গিয়েছিলেন, কিন্তু তাঁদের ভুল বোঝা হয়েছে এবং আক্রমণের শিকার হতে হয়েছে।
এ ঘটনায় শনিবার বেলা ১১টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।