29.3 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বিপাশা বসুকে ‘ম্যানলি’ বলে সম্বোধন করেছেন ম্রুনাল ঠাকুর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন ম্রুনাল ঠাকুর। কারণ পুরোনো এক সাক্ষাৎকারে বিপাশা বসুকে ‘ম্যানলি’ বলে সম্বোধন করেছেন এবং তার লুকস নিয়েও বাজে মন্তব্য করেছেন। অবশ্য এবারই প্রথম নয় এর আগে কারিনা কাপুরও বিপাশা বসুকে ‘কালি বিল্লি’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু বিপাশা বসু কি শুধুই ‘ম্যানলি’ ও ‘কালি বিল্লি’?
বিপাশা বলিউডের একমাত্র অভিনেত্রী যে তার গায়ের রং নয় বরং অভিনয়ের সৌন্দর্যে সবাইকে মাত করেছেন। ঋতুপর্ণ ঘোষ থেকে বিশাল ভরদ্বাজের সিনেমাই সেসবের প্রমাণ! ডাস্কি স্কিন টোনের পাশাপাশি বিপাশার ফিটনেস এবং হটনেসেও সবাই মুগ্ধ। বলিউড নায়িকাদের চিরাচরিত সৌন্দর্যকে চ্যালেঞ্জ জানিয়ে বিপাশা বলিউডে নিজের সময়ে একপ্রকার রাজত্বই করেছেন। যে কারণে বিপাশা’র প্রতি মুগ্ধতা প্রকাশ করে ডেডিকেটেড করা হয়েছে সম্পূর্ণ একটি গান!
কারো কারো চোখে বিপাশা ‘ম্যানলি’ বা ‘কালি বিল্লি’ হতেই পারেন, কিন্তু সর্বসাধারণের কাছে বিপাশা বসু একজন দারুণ পারফর্মার, আইকনিক এন্ড ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট ওমেন বলিউড হ্যাড এভার সীন!
- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...