- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা।
তবে মাত্র ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি, যা থেকে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিক হাডার্সফিল্ড। লিস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ড্যানিয়েল ভস্ট।