32.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বনানীতে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বনানী থানার ওসি রাসেল সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির ওপর হামলা করে ৫-৬ জন যুবক। নিহত ওই যুবক আগে ব্যবসা করতেন। পরিবার নিয়ে মহাখালী এলাকায় থাকেন।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হামলাকারীরা নিহত রাব্বির পূর্ব পরিচিত। তবে কি কারণে তারা হামলা করেছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে।’
নিহতের ভগ্নিপতি দেলোয়ার হোসেন বলেন, ‘রাব্বি পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় বসবাস করেন। বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার এসআই আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

খবরের দেশ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সাত...