32.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের চূড়ান্ত গেজেট দাবিতে সংবাদ সম্মেলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, বিগত সরকারের সময় ২০২৩ সালে ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানায় পরিবর্তন এনেছিল। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকায় পূর্বের সীমানা পুনর্বহাল করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটা বাতিলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী গেজেট প্রকাশ চাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন মিজানুর রহমান। বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জহুর, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, এসএম রিয়াজুর রহমান ও মাহবুব আরা মিলিসহ চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন একত্রে থাকলে উভয় সংসদীয় আসনের উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয়, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। এটি জনমতের প্রতিফলন এবং জনগণের স্বার্থে সর্বোত্তম।
এর আগে একই তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

খবরের দেশ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সাত...