- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত সদস্যরা। এর আগে তারা বাড়ির ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ভেঙে ফেলে। ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা লুট করে। এ সময় এক ডাকাত গৃহকর্তার গালে চড় দিয়ে বলে, ‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস?’
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাদ্রাসাপাড়ায় তিন ভাই ব্যবসায়ী বেলাল উদ্দিন, হেলাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মৌলভী জালাল উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৌলভী জালাল উদ্দিন জানান, তাদের বাড়ির বাইরে চারদিকে ও ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। বৃহস্পতিবার ১০-১২ সদস্যের মুখোশ পরা সশস্ত্র ডাকাতদলটি তাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির একটি রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবার সদস্যদের একটি রুমে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যরা আলমারি খুলে অন্তত ১০ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা, তিনটি মোবাইলফোনসহ দামি মালামাল লুট করে।