- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘বিচারিক হত্যা’ (জুডিশিয়াল কিলিং) করা হয়েছে– এই অভিযোগ প্রমাণের জন্য তথ্যাদি সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উকিল নোটিশ পাঠাচ্ছে তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বাসায় পরিবারের সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানান, আগামী রোববার তারা এ নোটিশ পাঠাবেন।
২০১৫ সালের ২১ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম অঞ্চলে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সর্বোচ্চ আদালতেও সে রায় বহাল থাকে। একই সময়ে জামায়াতে ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।