কার্যত রাশিয়া লুহানস্ক ও দোনেৎস্কের পুরো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইবে। কিছু প্রতিবেদন বলছে, পুতিন আশপাশের অঞ্চলেও দখল চাইছেন। এতে ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহর রাশিয়ার হাতে চলে যাবে। এসব এলাকার জন্য হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন। কিয়েভের জন্য এ ধরনের ছাড় দেওয়া কঠিন হবে। মস্কো এটাকে বিজয় হিসেবে দেখবে, যদিও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গত মঙ্গলবার জেলেনস্কি জানান, ইউক্রেন দনবাস ছাড়বে না।
সর্বশেষ
‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম
খবরের দেশ ডেস্ক :
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...