কার্যত রাশিয়া লুহানস্ক ও দোনেৎস্কের পুরো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইবে। কিছু প্রতিবেদন বলছে, পুতিন আশপাশের অঞ্চলেও দখল চাইছেন। এতে ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহর রাশিয়ার হাতে চলে যাবে। এসব এলাকার জন্য হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন। কিয়েভের জন্য এ ধরনের ছাড় দেওয়া কঠিন হবে। মস্কো এটাকে বিজয় হিসেবে দেখবে, যদিও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গত মঙ্গলবার জেলেনস্কি জানান, ইউক্রেন দনবাস ছাড়বে না।
সর্বশেষ
‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে ২ বার ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধুকে বলেছেন, রমেশ্বর নাথ কাও’
খবরের দেশ ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চলতে থাকা ষড়যন্ত্রের কথা জানত ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস...