- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
নোয়াখালীর কবিরহাটে আলোচিত ট্রাক ডাকাতি মামলার বহিষ্কৃত যুবদল নেতা সুজনের সঙ্গে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, বহিষ্কৃত যুবদল নেতা সুজন ফুল দিয়ে ওসি শাহিন মিয়াকে বরণ করছেন।
ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফেসবুক পোস্টের কমেন্টে তৌহিদুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘স্যার, আমার মাথায় একটু হাত রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। এটাই হলো বাংলাদেশ।’
ওই পোস্টে ফিরোজ আলম মিঠু নামের আরেকজন লিখেছেন, ‘সোনার বাংলার রাজনৈতিক অবস্থা।’ আর আশাফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘সুজন এক সময় নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামের স্ত্রীর লোক ছিল।’