29.3 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

‘কেয়া আর নেই’- স্ত্রীকে খু.’’ন করে শাশুড়িকে ফোন করে পালিয়েছেন স্বামী

জনপ্রিয়
যাই হোক ৪ সন্তানের জন্য সংসারটা করতেই হবে।মেয়েদের জীবনের মূল্য কি স্বামীর অ.’ত্যাচারে মৃ.’ত্যু?নি.’হত কেয়ার দেড় বছরের দুধের শিশু মায়ের কোল ছাড়া থাকেনা।
 ৪ এতিম সন্তান মা মা করে কাঁদছে- মাকে মে.’’রে ফেলেছে বাবা। ফাহমিদা তাহসিন কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলে সিফাতের কি ফুটফুটে সন্তানদের জন্য মায়া হলো না।
আমার মেয়েটাকে বাঁ.”চতে দিলনা শেষ করে দিল ।“কেয়া আর নেই- স্ত্রীকে খু.’’ন করে শাশুড়িকে ফোন করে পালিয়েছেন স্বামী। ফাহমিদা তাহসিন কেয়ার ৪ টি নিষ্পাপ সন্তান কাঁদছে মায়ের জন্য। রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) এই মৃ.”ত্যু।স্বজনদের অভিযোগ, স্বামী সিফাত আলী (৩০) এই ঘটনা ঘটিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।ফাহমিদা তাহসিন কেয়া পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ৩২২ নম্বর মেট্রো পিলারের উল্টো পাশে ৫৮৩ অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে স্বামী-সন্তান নিয়ে থাকতেন।ফাহমিদা তাহসিন কেয়া
- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের দেশ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...