27.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

সিলেটে ‘পাথর লুট কাণ্ডে’ গ্রেফতার ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর লুটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ কামাল ওরফে পিচ্চি কামাল (৪৫), মো. আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও গ্রামের মো. আবুল কালামকে (৩২) তাদের নিজ বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ইমাম আলী (২৮) ও জাহাঙ্গীর আলমকে (৩৫) ডাম্প ট্রাকে করে পাথর নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট আটক হন। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

 মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে প্রশাসনের শিথিল নজরদারির সুযোগে ভোলাগঞ্জের গেজেটভুক্ত কোয়ারি এলাকা থেকে কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের নাম-পরিচয় এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় তদন্তে নামে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) সাদাপাথর এলাকা পরিদর্শন করে দুদকের ৯ সদস্যের একটি দল। প্রশাসনের অভিযানে গত কয়েকদিনে সাদাপাথর এলাকা থেকে প্রায় ১ লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘মামলায় দেড় হাজারের মতো অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।’
- Advertisement -spot_img
সর্বশেষ

কবিতার শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে ‘শামসুর রাহমান গড়েছিলেন স্বাধীনতার আকাশছোঁয়া মিনার

শব্দের ভেতর দিয়ে যিনি গড়েছিলেন স্বাধীনতার অনন্ত প্রবেশপথ; যিনি বর্ণমালার শরীরে প্রতিরোধের আগুন জ্বালিয়েছিলেন, আজ তাঁর অনুপস্থিতির দিন। শামসুর...