27.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

ধর্মের নামে নতুন একধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে : রিজভী

জনপ্রিয়
এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে নতুন একধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে। একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে।
শনিবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল।
এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রও মুক্তি পেয়েছে।
এ সময় তিনি প্রশ্ন করেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?
- Advertisement -spot_img
সর্বশেষ

৫২ থেকে ৭১, প্রতিটি গন আন্দোলনে কবিতার স্ফুলিঙ্গ হয়েছেন শামসুর রহমান

খবরের দেশ ডেস্ক : বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে...