30.4 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কোম্পানীগঞ্জে ৩৫ বছরের খেদমত শেষে মুয়াজ্জিন খুরশিদ আলমের বিদায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলা হাজী বাড়ির দরজা (ব্যাপারী স্কুল সংলগ্নে) অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন খুরশিদ আলম অবসর নিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়।

মসজিদ সূত্রে জানা গেছে, খুরশিদ আলম টানা ৩৫ বছর বায়তুন নূর জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মসজিদের মোক্তবে শিশু ও কিশোরদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ৩৫ বছরের দীর্ঘ সময়ে তিনি নিষ্ঠা, আন্তরিকা ও দায়িত্বশীলতার সঙ্গে ধর্মীয় খেদমত করে গেছেন।

বাধ্যক্যজনিত কারণে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে খুরশিদ আলমকে উপহার সামগ্রী, নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় মুসল্লিরা বলেন, “খুরশিদ আলম দীর্ঘদিনের অবদান ও ত্যাগ এলাকাবাসী চিরদিন স্মরণ রাখবে। তিনি শুধু মুয়াজ্জিন নন, ছিলেন আমাদের সন্তান একজন সৎ শিক্ষক।”

বিদায়ের সময় খুরশিদ আলম সকলের কাছে দোয়া কামনা করেন, যেন জীবনের অবশিষ্ট সময় ইবাদত ও সুস্থতায় কাটাতে পারেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের দেশ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...