27.6 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কোম্পানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভার বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ছগীর এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।

এছাড়া জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন ও বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অরবিন্দ ভৌমিক। পরে মঙ্গল শোভাযাত্রাটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত এ দিনে ভক্তরা উপবাস, পূজা, আরতি, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম উদযাপন করেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মাবলম্বীদের একসাথে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি সারাদেশে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের দেশ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...