খবরের দেশ ডেস্ক :
ক্রিকেট পরিবারে এবার নতুন আনন্দের খবর। বাবা শচীন টেন্ডুলকারের মতোই নিজের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন অর্জুন টেন্ডুলকার। বয়সে বড় নারীকে বিয়ে করতে চলেছেন তিনি। সম্প্রতি অর্জুনের সঙ্গে সানিয়া চন্দোকের বাগদানের খবর প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছরের বেশি বড়।
সানিয়ার জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন। অর্থাৎ বর্তমানে তিনি ২৬ বছরের। অর্জুনের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর।
তার বয়স ২৫। সুতরাং সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছর তিন মাস বড়। উল্লেখযোগ্য, অর্জুন তার বোন সারার থেকে দুই বছরের ছোট।
এর আগে, বাবা শচীন টেন্ডুলকার ১৯৯৫ সালে অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের আগে থেকেই তাদের বয়স ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল। শচীনের জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল, অঞ্জলির জন্ম ১৯৬৭ সালের ১০ নভেম্বর। অঞ্জলি পেশায় ছিলেন চিকিৎসক। বিয়ের পর তিনি ক্যারিয়ার ত্যাগ করে পরিবারকে সমর্থন করেছেন। শচীন বারবার নিজের ক্রিকেট সাফল্যের পিছনে স্ত্রী অঞ্জলির অবদান উল্লেখ করেছেন।
সানিয়া চন্দোক পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পরে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। ২০২০ সালে স্নাতক পাশ করার পর দেশে ফিরে তিনি নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া নিজে পশুপ্রেমী। মুম্বাইতে মানুষের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে তিনি ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া হয়। তবে এখনো পর্যন্ত ব্যবসায় বিশেষ লাভ হয়নি।
ক্রিকেটের ক্ষেত্রে অর্জুন টেন্ডুলকারের ক্যারিয়ার শুরু হয় মুম্বাইয়ের হয়ে ২০২০-২১ মৌসুমে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এর আগে তিনি জুনিয়র দলে খেলেছেন। সিনিয়র দলে জায়গা না পাওয়ায় ২০২২-২৩ মৌসুমে তিনি গোয়ায় যান। সেখানে প্রথম শ্রেণির এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন, একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। এছাড়া ৩৭ উইকেটও আছে।