28.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক যুবকের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনে একটি মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের কয়েকজন।
গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার রামপুরস্থ রাবার ড্যামের কাছে আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।
আহতদের পরিচয় এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলীয় চিংড়ি জোনের রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এসময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন।

 

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গুজব আর হুমকিতে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না : বাঁধন

বিনোদন ডেস্ক: ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান। এর মধ্যে সবচেয়ে বেশি সরব...