27.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫

গুজব আর হুমকিতে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না : বাঁধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্ক:

১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান। এর মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। তালিকায় ছিলেন শাকিব খান, জয়া আহসান, আজমেরী হক বাঁধনসহ জনপ্রিয় তারকারা। কিন্তু হঠাৎ করেই গুঞ্জন ছড়ায়—অর্থের বিনিময়ে এসব পোস্ট করা হয়েছে। এমনকি একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবিও ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, স্টেটমেন্টটি ভুয়া।

এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী বাঁধন। তার ভাষায়, শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর দিনে একদিকে বাধা দেওয়া আর অন্যদিকে এমন ন্যাক্কারজনক গুজব ছড়ানো অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারও কণ্ঠরোধ করার চেষ্টা নতুন ফ্যাসিবাদের জন্ম দেয়।”

রবিবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেন, “আপনাদের কে সেই অধিকার দিয়েছে মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করার? শেখ হাসিনার মতো হবেন না। তার পতনের পর ভেবেছিলাম শিক্ষা নেবেন, কিন্তু অহংকার এখনো যায়নি। মানুষ কাকে সম্মান করবে, সেটা তাদের অধিকার। শুধু চিন্তা ভিন্ন হলেই কাউকে খারাপ মানুষ বানানোর অধিকার আপনার নেই।”

টাকার বিনিময়ে পোস্ট দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বাঁধন বলেন, “হাস্যকর লাগছে এসব গুজব। একবার রটনা ছড়াল, আমি নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ২০০ কোটি টাকা নিয়েছি! এবার বলছেন শেখ মুজিব নিয়ে পোস্টের জন্য আমরা নাকি মাত্র ২০ হাজার টাকা পেয়েছি! সত্যিই? ২০০ কোটি থেকে ২০ হাজারে নামলেন? এত বড় ঝুঁকি কি কেউ এত অল্প টাকার জন্য নেয়? এটা নিছক সার্কাস ছাড়া আর কিছু নয়।”

তিনি আরও লিখেন, “মানুষকে নিয়ন্ত্রণ করার যুগ শেষ। মিথ্যা, গুজব কিংবা হুমকি দিয়ে আর মানুষকে চুপ করানো যাবে না। এখন সোশ্যাল মিডিয়া আছে, গ্লোবালাইজেশন আছে। মানুষ খুব ভালোভাবেই বুঝে ফেলে কে ফাঁকিবাজি করছে। প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, অনুপ্রাণিত করেন; কণ্ঠরোধ করেন না, কথা শোনেন।”

সবশেষে বাঁধন কড়া ভাষায় বলেন, “একজন প্রকৃত নেতা হোন। প্রকৃত মানুষ হোন। নইলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থেকে যাবেন। বিশ্বাস করুন, সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কেউ দেখতে চায় না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশের ব্র্যান্ড মার্কেটিং সেক্টরের আইকন এস. এম. আরাফাতুর রহমানের জন্মদিন আজ

খবরেরদেশ ডেস্কঃ এক দশকেরও বেশি সময় ধরে দেশের কর্পোরেট অঙ্গনে অবদান রেখে আসছেন তিনি। ২০০৮ সালে সিটিসেলে যোগদানের মাধ্যমে শুরু...