- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত নয়জন। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে তিনটায় ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে চারজন গুলি চালায়। এতে তিনজন নিহত ও নয়জন আহত হয়। গুলির ঘটনাটি আপাতদৃষ্টিতে ‘গ্যাং’ সম্পর্কিত হামলা বলে মনে করা হচ্ছে। এ সময় ওই বারে থাকা ক্রেতারা আত্মরক্ষার জন্য হুড়োহুড়ি করতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দৌড়াতে থাকে।
পুলিশ জানিয়েছে, ‘বিবাদ’ শুরু হওয়ার পর বন্দুকধারীরা ৯ মিলিমিটার এবং .৪৫- ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ এতে জড়িত থাকলেও সেখানে নিরপরাধ লোকও ছিলেন।