- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। চলমান এই আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘নো নো নভেম্বর, নাউ আর নেভার’, ‘সংহতি সংহতি, অনশনে সংহতি’, ‘সংসদ ছাড়া ক্যাম্পাস চলবে না, চলবে না’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’, ইত্যাদি নানা স্লোগান দেন।