31.4 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫

কতোগুলো বসন্ত পার করেলেন চিত্রনায়িকা ববি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন শুক্রবার (১৮ আগস্ট)। বিশেষ এই দিনটি এলে বেশ একাকিত্বে ভোগেন নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার।

তাই জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তিনি। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেয়ার, এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা। সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’

সম্প্রতি ‘খোয়াব’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন ববি। এটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় রয়েছেন আদর আজাদ।

‘খোয়াব’ সাহিত্যনির্ভর সিনেমা। এতে ববির চরিত্র একজন সুপারস্টার নায়িকা। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার

খবরের দেশ ডেস্ক : গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর...