26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৬৫ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুরে ব্যাপক অভিযানে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, বৃহস্পতিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৪০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ আনা হয়।

অন্যদিকে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানিয়েছেন, মহানগর এলাকা থেকে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। তারাও একই ধরনের অভিযোগের মুখোমুখি।

আটকদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাহমুদ। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত কমিশনার জাহিদুল হক জানান, “অভিযানের সময় যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।”

এদিকে সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একই অভিযানে অংশ নেন। তবে তাদের পক্ষ থেকে কোনো আটক বা গ্রেপ্তারের তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

এই অভিযান নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে উদ্বেগের পাশাপাশি সরকারের পদক্ষেপের পক্ষে-বিপক্ষে মতামতও উঠে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে।

 

 

4o
- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...