বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হানিফ হাওলাদারকে আহ্বায়ক এবং মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করেন অতিথিসহ অন্যরা।
ইউনিয়ন বিজেপি নেতা আমির হোসেন মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিন বিল্লাহ।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিজেপি সংগঠনিক সম্পাদক প্রফেসর নুর নবী, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন (সকেট), ভোলা উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মদ, সদর উপজেলা বিজেপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক , সদস্য সচিবসহ তিনজনের নাম ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।