31.4 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫

অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখান।
এর আগে গত ১২  আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী।
জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 এ ঘটনায় গত ২ জুলাই পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন। এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে।
এ সময় তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজত্বে ফিরলেন মহারাজ

খেলাধুলা ডেস্ক: ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন মহারাজ। রাজা আগেও ছিলেন কেশব মহারাজ, তবে পারফরম্যান্সের অবনতির কারণে হারিয়েছিলেন সিংহাসন। দারুণ পারফরম্যান্সে...