28 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫

হেটার্স থাকা খুবই স্বাভাবিক : দীঘি

জনপ্রিয়
বিভিন্ন সময়েই নানা মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ট্রলের শিকারও হন অভিনেত্রী। তবে একটা সময়ে মন খারাপ হলেও এখন আর তা নিয়ে ভাবেন না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।

 

- Advertisement -
Your Ads Here
100x100

এক সাক্ষাৎকারে ট্রল প্রসঙ্গে দীঘি বলেন, ‘একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে, আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম যে শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়। যেটা বুঝলাম যে কিছু মানুষের ধরনই এ রকম, অন্যকে ট্রল করে বেড়ায়। যারা ট্রল করে, তারা আসলে খুবই অসফল, হতাশাগ্রস্ত; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। এই ঈর্ষাকাতরতা থেকে তারা এমনটা করে।
’ 

হেটার্সরা তার কাজের ফোকাস নষ্ট করতে চায়—উল্লেখ করে এই নায়িকা আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, হেটার্স থাকা খুবই স্বাভাবিক। একজন মানুষকে পৃথিবীর সবাই ভালোবাসবে, তা মোটেও ঠিক নয়। এই জিনিসটা যদি আমি নেগেটিভলি নিই, গায়ে মাখিয়ে ফেলি, তাহলে আমি হতাশ থাকব, কাজে ফোকাস দিতে পারব না। হেটার্সরা আমার কাজের ফোকাস নষ্ট করতে চায়। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।

হেটার্সদের কথাকে তাই আমি আমার শক্তি হিসেবে ব্যবহার করি।’
- Advertisement -spot_img
সর্বশেষ

কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গুলি করে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী হত্যার মামলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার...