Your Ads Here 100x100 |
---|
খেলাধুলা ডেস্ক:
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন মহারাজ।
আজ ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন মহারাজ। বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার মহীশ তিকশানা।
মহারাজ রাজত্ব পুনরুদ্ধার করেছেন কীর্তি গড়ে।
২০২৩ সালের নভেম্বরে প্রথম ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেন মহারাজ।
বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে জেডন সিলসেরও। ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার। ক্যারিবিয়ান পেসারের মতো ১৫ ধাপ উন্নতি হয়েছে আবরার আহমেদেরও। তবে পাকিস্তানের স্পিনারের অবস্থান ৩৯ নম্বরে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি হাঁকানো দেওয়াল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়েছেন। সংক্ষিপ্ত সংস্করণে এখন ১২ নম্বরে আছেন তিনি। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ হারলেও ব্যক্তিগত উন্নতি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের। ১০ ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন ম্যাক্সওয়েল। আর ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে আছেন অধিনায়ক মার্শ। শীর্ষে আছেন অভিষেক শর্মা।
বোলারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠেছেন নাথান এলিস। তার সতীর্থ জশ হ্যাজলউড ২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন। শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডারের চূড়ায় আছেন হার্দিক পান্ডিয়া।