28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় নাগরিক কমিটি চারটি মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসী কমিটির ঘোষণা করেন ।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের মেধা , অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

‘আমাদের অনেকের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখায়।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি দেড় কোটি প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই।’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, তারা দেশের জন্য কাজ করে অবদান রাখতে প্রস্তুত।

প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক বলেন, ‘আমি ২২ বছর পর আমার মাতৃভূ মাটিতে ফিরেছি , কারণ আমি বিশ্বাস করি, এখন দেশের জন্য কিছু করার সময় এসেছে । আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান মেধা ও দক্ষতাকে কাজে লাগাবেন।

কেন্দ্রীয় প্রবাসী কমিটি দেশ পুনর্গঠনে যে ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে, তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের শাসনামলে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক  বিনিময়কে সহজ করা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...