Your Ads Here 100x100 |
---|
গাজীপুরে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, যুব মহিলা লীগের নেত্রীসহ ১০০ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ ২১ জনকে এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করেছে।
গাজীপুরের শ্রীপুর থেকে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে আটক করা হয়। একই রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরি যাবের সাদেক জানান, রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশ ২১ জনকে আটক করেছে, যাদের সবাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে। মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগির হোসেন জানান, মহানগরীর ৮টি থানার পুলিশ অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করেছে।
‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এ বিশেষ অভিযান শুরু হয় সারা দেশে গত শনিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।