- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি সেখানে পৌঁছায়।
মির্জা ফখরুলের সঙ্গে সেখানে রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খবরের দেশকে বলেছেন দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হবে।