26 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে যদি শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে মুক্তি না দেয় হামাস, তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে। এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ট্রাম্প বলেন , শনিবার দুপুর ১২ টার মধ্য গাজার সব জিম্মিদের ফিরিয়ে না দেওয়া হলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত । ইসরায়েলকে ওখানে নরকের যন্ত্রণা বইয়ে দেবার কথা বলেন । চুক্তির শর্ত ভেসে যাক । ইসরায়েল সে পরিস্থিতি পার হয়ে আসতে পাড়বে । এ বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে ।

 

জিম্মিদের এক সঙ্গে সবাইকে মুক্তি দিতে হবে । দফায় দফায় তিন চার জন করে মুক্তি দেবার পক্ষে নন  ট্রাম্প ।

ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই, হামাস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তি দেওয়ার পরিকল্পনা বাতিল করে একটি ঘোষণা দেয়। ‘ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে’ এই কারণ দেখিয়ে বলা হয়, জিম্মি মুক্তি দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

হামাস আরো উল্লেখ করে, ‘হুশিয়ারি’ হিসেবে তারা জিম্মিদের মুক্তি দেওয়া স্থগিত করেছে। তারা আশা করছে এতে মধ্যস্থতাকারী দেশগুলো ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো মেনে চলার জন্য চাপ দেবে।   জিম্মি ও বন্দি বিনিময়ের পথ এখনো খোলা রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বরগুনার আমতলীতে ওরস চলাকালে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন

বরগুনার আমতলীর ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মাজারের ভেতরের সামিয়ানা...