32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শাহবাগে অবস্থান নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল হওয়ায় আন্দোলনরত শিক্ষকরা আজও রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ে গেছে। মঙ্গলবার দুপুর সোয়া দুইটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রতিনিধিদলটি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধিদলে রয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক পিয়াস তালুকদার, নওরিন আক্তার, জান্নাতুল নাইম, মালা বোস, শামীমা আক্তার এবং রাশেদ শাহরিয়ার।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করলেও আজ সড়ক অবরোধ করেননি। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্তদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চলছে। তাদের মতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেও এই ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ স্থগিত রাখা  অন্যায়।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ এবং ফল প্রকাশিত হয় ২১ এপ্রিল। এরপর ১২ জুন সাক্ষাৎকার নেওয়া হয় এবং ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে, নিয়োগ থেকে বাদ পড়া ৩১ জন হাইকোর্টে রিট করলে আদালত ছয় মাসের জন্য এই নিয়োগ কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ বাতিল করার রায় দেয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার শাহবাগ মোড় অবরোধের পর পুলিশ তাদের সরিয়ে দেয় এবং লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। এরপর তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং রাতভর সেখানেই কাটান। আজও তারা সেখানে রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আন্দোলনকারীরা শাহবাগে তাদের অবস্থান অব্যাহত রেখেছেন এবং সচিবালয়ে পাঠানো প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল -হাইকোর্টের সিদ্ধান্ত

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার (১৬...