32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নাম ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’।

আজ বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য দেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নাহরীন ফেরদৌস।

লিখিত বক্তব‍্যে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের জন্য ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের। তাঁরা দিন গুনতে থাকেন, মাসটি কখন শেষ হবে। আজ তাঁরা কয়েকটি বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন করছেন। এর মধ্যে রয়েছে—শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্মিলিত শহীদ পরিবারের সদস্যদের সম্মতিতে একটি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যেকোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। কাজের সুবিধার্থে এই মুহূর্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬ বছর ধরে শহীদ সেনা পরিবারের সদস্যরা ২৫ ফেব্রুয়ারিকে যেন শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়, সেই দাবি করে এসেছেন। ১ ফেব্রুয়ারির সেনাপ্রধান শহীদ পরিবারের একটি প্রতিনিধিদলকে সেনাসদর দপ্তরে আমন্ত্রণ জানান। তিনি আশ্বাস দেন, এই দিনটিকে যেন ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়, সে জন্য সেনাবাহিনী সরকারের কাছে জোর আবেদন জানাবে। তাঁরা আশা করছেন, এই ২৫ ফেব্রুয়ারির আগেই দেশবাসী সুখবরটি পাবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...